আসসালামু আলাইকুম।
সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।
বাংলাদেশ সরকারের বহুমুখী উন্নয়ন প্রচেষ্টায় একটি উল্লেখযোগ্য সংযোজন শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে কারিগরি শিক্ষা। বর্তমান সরকার দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নতরাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বহুমুখী পরিকল্পনা হাতে নিয়েছে। এক্ষেত্রে সাধারণ শিক্ষার পরিবর্তে কারিগরি শিক্ষাই দেশকে মধ্যম ও উন্নত রাষ্ট্রে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। দেশে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে কারিগরি শিক্ষার হার। যা চলমান উন্নয়ন প্রক্রিয়াকে করেছে আরও গতিশীল। কারিগরি শিক্ষাই দক্ষ জনশক্তিই পারে, প্রাকৃতিক সম্পদে সম্পদশালী দেশকেও হার মানাতে। কারিগরি শিক্ষায় শিক্ষিত জাতিই উন্নত রাষ্ট্র। কারিগরি শিক্ষা ব্যতিত জনগোষ্ঠী দেশে এবং বিদেশে চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে এবং আত্মকর্মসংস্থানের সুযোগ হারাচ্ছে। তাই তরুন প্রজন্মকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকারের পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কারিগরি শিক্ষার মাধ্যমে আমরাও দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে এবং বেকারত্ব দূর করতে অগ্রনী ভুমিকা পালন করছি।
এস এম মাহফুজুল হক
অধ্যক্ষ